মরক্কোতে জেন জি বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, পুলিশের গুলিতে নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০১:২৩ পিএম
ছবি : সংগৃহীত
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্মের (জেন জি) নেতৃত্বে চলমান সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। বুধবার (১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী, যারা অস্ত্র লুটের চেষ্টা করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল ছোড়ে, এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং কয়েকজন আহত হন।
বিক্ষোভকারীদের হাতে ছুরি থাকলেও তারা তা ব্যবহারের সুযোগ পাননি। তবে তারা থানায় এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেন। একইদিন আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক ও কয়েকটি দোকানে লুটপাটের ঘটনাও ঘটে।
প্রত্যক্ষদর্শী আবদেস্লাম চেগ্রি রয়টার্সকে জানান, “আমি একটি ক্যাফেতে বসে ফুটবল ম্যাচ দেখছিলাম, হঠাৎ দেখি কয়েকজন তরুণ পাশের দোকানে পাথর ছুড়ছে এবং দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ছে।”
মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারীরা। তারা প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগের দাবি জানিয়েছে।
বেকারত্ব, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে গত ২৮ সেপ্টেম্বর থেকে রাজধানী রাবাতে শুরু হয় এই আন্দোলন। জেন জি ২১২ নামের একটি অপ্রচলিত সংগঠন এই বিক্ষোভের মূল আয়োজক। সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং অ্যাপের মাধ্যমে তরুণদের আহ্বান জানানো হয় আন্দোলনে অংশ নিতে।
মরক্কোয় বেকারত্বের হার বর্তমানে ১২.৮ শতাংশ, তরুণদের মধ্যে তা ৩৫.৮ শতাংশ এবং স্নাতকধারীদের মধ্যে ১৯ শতাংশ। শুরুতে শান্তিপূর্ণ থাকলেও বিক্ষোভ এখন সহিংস হয়ে উঠেছে। তবে ক্যাসাব্লাঙ্কা, ওউজদা ও তাজা শহরে এখনও কোনো সহিংসতা ঘটেনি।
বিক্ষোভ শুরুর সময় জেন জি ২১২-এর সদস্য সংখ্যা ছিল মাত্র ৩ হাজার, যা চার দিনের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজারে।



