Logo
Logo
×

আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ৫০০ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ১১:৩৭ এএম

বিশ্বের প্রথম ৫০০ বিলিয়ন ডলারের মালিক ইলন মাস্ক

টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বের একমাত্র ব্যক্তি হিসেবে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক হয়েছেন। টেসলা, স্পেসএক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই-এর শেয়ারের দাম বাড়ায় এই মাইলফলক স্পর্শ করতে সক্ষম হয়েছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বৃহস্পতিবার (২ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ফোর্বস বিলিয়নিয়ার্স সূচক অনুযায়ী বুধবার দুপুরে মাস্কের সম্পদ দাঁড়ায় ৫০০.১ বিলিয়ন ডলার। তবে দিন শেষে তা সামান্য কমে ৪৯৯ বিলিয়ন ডলারের ওপরে অবস্থান করে।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বর্তমানে ওরাকল প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, যার সম্পদের পরিমাণ প্রায় ৩৫০.৭ বিলিয়ন ডলার। গত মাসে ওরাকলের শেয়ারের দাম ৪০ শতাংশের বেশি বাড়ায় একসময় এলিসন সাময়িকভাবে মাস্ককে অতিক্রম করেছিলেন।

মাস্ক টেসলার প্রায় ১২ শতাংশ শেয়ারের মালিক। চলতি বছরে টেসলার শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশের বেশি। শুধু বুধবার নিউইয়র্কে দিনের শেষে টেসলার শেয়ার আগের দিনের চেয়ে ৩.৩ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়। মাস্ক সম্প্রতি প্রায় ১ বিলিয়ন ডলারের টেসলার শেয়ারও কিনেছেন, যা বিনিয়োগকারীদের কাছে কোম্পানির প্রতি তার আস্থার স্পষ্ট ইঙ্গিত।

বিনিয়োগকারীরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে মাস্ক রাজনীতির চেয়ে আবার তার কোম্পানিগুলোর প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন। এর ফলে টেসলা ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতি বাজারে আস্থা ফিরে এসেছে।

ফোর্বসের বিশ্লেষণে বলা হয়েছে, মাস্কের বিপুল সম্পদ মূলত টেসলার সাফল্যের ওপর নির্ভরশীল হলেও এক্সএআই ও স্পেসএক্সের প্রবৃদ্ধি তাকে বৈশ্বিক প্রযুক্তি জগতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেকটাই এগিয়ে দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন