Logo
Logo
×

আন্তর্জাতিক

বৃদ্ধের ভীমরতি, বিয়ের রাতেই পরপারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১০:১৪ পিএম

বৃদ্ধের ভীমরতি, বিয়ের রাতেই পরপারে

ছবি-সংগৃহীত

নিঃসঙ্গতা কাটাতে ৭০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে বসেন বৃদ্ধঘরে আনের নতুন স্ত্রীকে। কিন্তু অদ্ভুত ও মর্মান্তিক এক ঘটনায় শেষ হলো সেই শুভ দিন। দুঃখজনকভাবে, বিয়ের রাত শেষ হতেই মৃত্যুর মুখোমুখি হন ওই বর। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।

জানা গেছে, ওই বৃদ্ধের নাম সংগ্রুরাম। তিনি রাজ্যের জৈনপুর জেলার কুছমুছ গ্রামের বাসিন্দা ছিলেন। সম্প্রতি ৩৫ বছর বয়সী এক রমণীকে বিয়ে করে ঘরে আনেন তিনি।

স্থানীয় সূত্রগুলো বলছে, সংগ্রুরাম বছরখানেক আগে স্ত্রীকে হারান। এরপর একাই বসবাস করছিলেন। কোনো সন্তানও ছিল না। তিনি সাধারণত কৃষিকাজ করে সময় কাটাতেন। নিঃসঙ্গতা ও সঙ্গীর অভাব অনুভব করেই বয়স সত্ত্বেও বিয়ের সিদ্ধান্ত নেন।

আত্মীয় ও প্রতিবেশীরা বৃদ্ধকে বিয়ে না করতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু সংগ্রুরাম তা মানেননি। অবশেষে গত সোমবার তিনি জালালপুরের মানভাবতীকে (৩৫) বিয়ে করেন। গ্রামের মন্দিরে ধর্মীয় রীতিনীতির মধ্য দিয়ে সম্পন্ন হয় বিয়ে

কিন্তু পরদিন সকালেই হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রামে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেউ বলছেন, বয়সজনিত কারণে এটি স্বাভাবিক মৃত্যু, আবার অনেকে সন্দেহ প্রকাশ করেছেন। ঘটনার সত্যতা যাচাই এবং পুলিশি তদন্ত বা ময়নাতদন্ত হবে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন