বাজেট অচলাবস্থায় যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউন শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১২:৪২ পিএম
বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অবশেষে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে সরকার শাটডাউন। এতে অনির্দিষ্টকালের জন্য কার্যত স্থবির হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে শাটডাউন কার্যকর হয়। শেষ মুহূর্তে সিনেটে অর্থায়ন বিল পাস না হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে বহু সরকারি কর্মচারী বেতন ছাড়া ছুটিতে যাবেন এবং জরুরি নয় এমন সরকারি কর্মসূচি ও সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।
২০১৮–১৯ সালের পর যুক্তরাষ্ট্রে এটিই প্রথম শাটডাউন। তবে জাতীয় নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, আকাশপথ নিয়ন্ত্রণের মতো জরুরি কার্যক্রম চালু থাকবে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
মূলত রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ব্যয়বাজেট বিল গৃহীত না হওয়ায় দেশজুড়ে এই অচলাবস্থা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে শাটডাউনের পেছনে সাধারণত দলীয় দ্বন্দ্বকেই দায়ী করা হয়। এর আগেও ২০১৮–১৯ সালে প্রেসিডেন্ট ট্রাম্প সীমান্ত প্রাচীর নির্মাণের অর্থ বরাদ্দকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইতিহাসের দীর্ঘতম ৩৫ দিনের শাটডাউনের মুখে পড়েছিল।
তখন এর প্রভাব পড়েছিল লাখো সরকারি কর্মীর ওপর। কেউ বেতন ছাড়া কাজ চালিয়ে গিয়েছিলেন, কেউ আবার সাময়িক ছুটিতে গিয়েছিলেন। পাশাপাশি সরকারি সেবার সঙ্গে জড়িত ঠিকাদার, ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।
বর্তমান পরিস্থিতিতেও পাসপোর্ট ইস্যু, ঋণ ও অনুদান কার্যক্রম এবং জাতীয় উদ্যানসহ নানা সরকারি সেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।



