Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৬

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম

ফিলিপাইনে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৬

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বোগো শহরে, যেখানে ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১১৯ জন আহত হয়েছেন।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু সিটির উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, বহু ভবন ধসে পড়ে এবং কয়েকটি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়।

ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করেছে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি। সংস্থাটি জানায়, সমুদ্রপৃষ্ঠে সামান্য পরিবর্তন হলেও এর কোনো স্থায়ী প্রভাব পড়েনি।

সেবু প্রদেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস স্থগিত রাখা হয়েছে। সান রেমিজিও পৌরসভাসহ ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি শহর ও পৌরসভায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, সান রেমিজিওতে একটি ক্রীড়া কমপ্লেক্স ধসে পড়ে কয়েকজন আটকা পড়েন। ভূমিকম্পের সময় সেখানে বাস্কেটবল খেলা চলছিল। এতে অন্তত একজন মারা যান এবং ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, বোগো, সান রেমিজিও ও দানবান্তায়ান এলাকায় টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন