দিল্লির ৩০০ স্কুল ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ এএম
ছবি : সংগৃহীত
ভারতের রাজধানী নয়াদিল্লির ৩০০টিরও বেশি স্কুল এবং একাধিক বিমানবন্দরে বোমা হামলার হুমকি দিয়েছে ‘টেরোরাইজার্স ১১১’ নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। রোববার ভোর ৬টা ৮ মিনিটে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ইমেইলে একযোগে পাঠানো হয় হুমকিমূলক বার্তা।
এনডিটিভির প্রতিবেদনে দিল্লি পুলিশ ও ফায়ার সার্ভিসের বরাতে জানানো হয়, হুমকির তালিকায় রয়েছে দ্বারকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনার এলাকার সর্বোদয় বিদ্যালয়সহ বহু নামকরা প্রতিষ্ঠান।
ইমেইল বার্তায় দাবি করা হয়, “স্কুল ও বিমানবন্দরের ভবনে বোমা স্থাপন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে রক্তের বন্যা দেখা যাবে।” হুমকিদাতা নিজেকে ‘অসীম’ ও ‘মন্দের সন্তান’ হিসেবে পরিচয় দেয়।
হুমকি পাওয়ার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস এবং বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। ৩০০টির বেশি স্কুলে তল্লাশি চালানো হলেও কোথাও কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
এর আগেও দিল্লির বিভিন্ন স্কুলে এমন হুমকি ইমেইল পাঠানো হয়েছিল। এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণা মডেল পাবলিক স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে একই ধরনের বার্তা এসেছিল, তবে সেসময়ও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।
দিল্লি পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং হুমকিদাতার পরিচয় শনাক্তে সাইবার ইউনিট কাজ করছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনায়।



