Logo
Logo
×

আন্তর্জাতিক

কিয়েভে রাশিয়ার ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৬ এএম

কিয়েভে রাশিয়ার ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত

শনিবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়া চালিয়েছে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির টেলিগ্রাম বার্তায় জানানো হয়, টানা ১২ ঘণ্টায় রুশ বাহিনী ৫৯৫টি ড্রোন এবং ৪৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে চারজন নিহত এবং অন্তত ৮০ জন আহত হয়েছেন, যাদের সবাই বেসামরিক নাগরিক বলে দাবি করেছেন তিনি।

জেলেনস্কি জানান, ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম ৫৬৮টি ড্রোন এবং ৪৩টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও বাকিগুলোর আঘাতে হতাহতের ঘটনা ঘটে। হামলায় কিয়েভের বেশ কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়েছে এবং বিদ্যুৎকেন্দ্রসহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জি৭ ও জি২০ দেশগুলোর প্রতি রাশিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

রয়টার্সের সাংবাদিকরা সরেজমিনে কিয়েভের শহরতলি এলাকায় গিয়ে দেখেছেন, সেখানে একাধিক আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মাঝরাতে সতর্কতা সাইরেন বাজলে স্থানীয় বাসিন্দারা ভূগর্ভস্থ গ্যারেজ ও মেট্রো স্টেশনে আশ্রয় নেন।

রয়টার্স রুশ সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে তাদের মুখপাত্র দাবি করেন, হামলা শুধুমাত্র সামরিক স্থাপনার লক্ষ্যেই চালানো হয়েছে, বেসামরিক এলাকায় নয়। তবে বাস্তব চিত্রে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন