গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করতে চান ট্রাম্প: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম
ছবি : সংগৃহীত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলা বন্ধে দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ এ তথ্য জানান।
তিনি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের বৈঠক অত্যন্ত ইতিবাচক ছিল। গাজার যুদ্ধ অনেক দূর গিয়েছে, অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছেন, সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন এবং সেখানে দুর্ভিক্ষ চলছে।”
ফয়সাল বিন ফারহান আরও জানান, “ট্রাম্প জিম্মিদের মুক্তি এবং গাজার জনগণের স্বস্তি নিশ্চিত করতে অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। আমি আশাবাদী, আমাদের চলমান আলোচনা একটি যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাবে।”
এর আগে, জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে আট মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানেই তিনি গাজা সংকট নিরসনে সক্রিয় ভূমিকা রাখার আশ্বাস দেন।
এদিকে, জাতিসংঘের একটি কমিশন দুই সপ্তাহ আগে জানায়, তারা গাজায় গণহত্যার প্রমাণ পেয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকেই ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। এতে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং দেড় লাখের বেশি আহত হয়েছেন।
সূত্র: স্কাই নিউজ



