Logo
Logo
×

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘে ভার্চুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘে ভার্চুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভার্চুয়ালি ভাষণ দেবেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে তিনি নিউইয়র্কে সশরীরে উপস্থিত থাকতে পারেননি। ট্রাম্প প্রশাসন আব্বাস ও তার শীর্ষ সহযোগীদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ফ্রান্সের উদ্যোগে অনুষ্ঠিত একটি বিশেষ সম্মেলনের তিন দিন পর ৮৯ বছর বয়সী আব্বাস এই ভাষণ দিতে যাচ্ছেন। ওই সম্মেলনে পশ্চিমা বিশ্বের বহু দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জাতিসংঘ সাধারণ পরিষদ বিপুল ভোটে আব্বাসকে ভিডিও বার্তার মাধ্যমে ভাষণ দেওয়ার অনুমোদন দিয়েছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, তিনি কোনোভাবেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমতি দেবেন না। তার মন্ত্রিসভার কট্টর ডানপন্থি সদস্যরা পশ্চিম তীর দখলের হুমকি দিয়ে প্রকৃত স্বাধীনতার সম্ভাবনা নস্যাৎ করার চেষ্টা করছে।

অন্যদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, পশ্চিম তীর দখলের বিরোধিতায় প্রেসিডেন্ট ট্রাম্প তার সঙ্গে একমত হয়েছেন। ফ্রান্স ২৪ ও রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে দেওয়া এক যৌথ সাক্ষাৎকারে ম্যাক্রোঁ বলেন, “ইউরোপীয় ও আমেরিকানদের অবস্থান এখন অভিন্ন।”

ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ও বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, প্রেসিডেন্ট ট্রাম্প আরব ও মুসলিম বিশ্বের নেতাদের সঙ্গে এক বৈঠকে গাজা সংকট নিরসনে ২১ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন। কনকর্ডিয়া সম্মেলনে তিনি বলেন, “এই পরিকল্পনা ইসরায়েল ও তার প্রতিবেশীদের উদ্বেগ দূর করবে।”

তিনি আরও বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে আগামী কয়েক দিনের মধ্যে কোনো সাফল্য ঘোষণা করতে পারব।”

হোয়াইট হাউসের এক কর্মকর্তা এএফপিকে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজা সংঘাত দ্রুত সমাপ্ত হোক।

এই পরিস্থিতিতে ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতি, যুদ্ধবিরতি এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন