Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের আহ্বান ফিনল্যান্ডের প্রেসিডেন্টের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১১ এএম

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধের আহ্বান ফিনল্যান্ডের প্রেসিডেন্টের

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধের জোরালো দাবি জানিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েলকে অবশ্যই ১৯৬৭ সাল থেকে চলমান দখলদারিত্বের অবসান ঘটাতে হবে।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজায় চলমান মানবিক বিপর্যয়কে “অসহনীয়” আখ্যা দিয়ে প্রেসিডেন্ট স্টাব অবিলম্বে যুদ্ধবিরতি, বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ এবং বন্দিদের মুক্তির আহ্বান জানান। তিনি বলেন, “ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কোনো অধিকার নেই, যেমন রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনেরও অধিকার নেই।”

স্টাব জাতিসংঘ সনদের সার্বভৌমত্ব, মানবাধিকার ও ন্যায়ের নীতিগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “কোনো রাষ্ট্রেরই অর্থনৈতিক বা কৌশলগত স্বার্থে সুদান কিংবা কঙ্গোর মতো দেশে প্রক্সি যুদ্ধ চালানোর অধিকার নেই।”

তিনি আরও বলেন, “গাজার সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন।”

জাতিসংঘের তদন্তকারীদের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যা গণহত্যার পর্যায়ে পৌঁছেছে।

ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে প্রেসিডেন্ট স্টাব বলেন, “সব ইস্যুর স্থায়ী সমাধান করতে হবে, আলোচনার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সংস্কারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “কম প্রতিনিধিত্বশীল অঞ্চলগুলোকে আরও সুযোগ দিতে হবে এবং কোনো রাষ্ট্রের ভেটো ক্ষমতা থাকা উচিত নয়।”

তিনি প্রস্তাব করেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে এশিয়ার জন্য দুইটি, আফ্রিকার জন্য দুইটি এবং লাতিন আমেরিকার জন্য একটি আসন যোগ করতে হবে। সেইসঙ্গে, জাতিসংঘ সনদ লঙ্ঘনকারী সদস্যদের ভোটাধিকার স্থগিত করার ব্যবস্থাও গ্রহণ করতে হবে।

ফিনিশ প্রেসিডেন্টের এই বক্তব্য বিশ্বব্যাপী মানবাধিকার ও আন্তর্জাতিক ন্যায়ের প্রশ্নে নতুন করে আলোচনার সূত্রপাত করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন