Logo
Logo
×

আন্তর্জাতিক

নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ দিল সৌদি আরব

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

নতুন গ্র্যান্ড মুফতি নিয়োগ দিল সৌদি আরব

ছবি : সংগৃহীত

শেখ ড. সালেহ বিন হুমাইদকে নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ দিয়েছে সৌদি আরব। শিগগিরই রয়্যাল কোর্ট এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র উলামা পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল-আশেখের মৃত্যুর পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইনসাইড দ্য হারামাইন।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আব্দুল আজিজ আল-আশেখের মৃত্যু হয়। ১৯৯৯ সালে গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পান তিনি। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি শরিয়াহভিত্তিক আইন ব্যাখ্যা, বিভিন্ন সামাজিক ও আইনি বিষয়ে ফতোয়া প্রদান এবং জনজীবনে ধর্মীয় দিকনির্দেশনা দেওয়ার দায়িত্ব পালন করেন।

তিনি একইসঙ্গে সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান, ইফতা ও গবেষণা বিষয়ক সাধারণ প্রেসিডেন্সির সভাপতি এবং মুসলিম বিশ্ব লীগের সর্বোচ্চ পরিষদের চেয়ারম্যান ছিলেন।

গ্র্যান্ড মুফতির মৃত্যু সৌদি আরবের ধর্মীয় নেতৃত্বের এক যুগের অবসান ঘটাল। তার অবদান ছিল ঐতিহ্যবাহী ইসলামি জ্ঞানচর্চাকে আধুনিক রাষ্ট্রের প্রয়োজনের সঙ্গে সমন্বয় করা এবং শরিয়াহভিত্তিক আইন ও আর্থিক বিষয়ে যুগোপযোগী ফতোয়া প্রদান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন