সুপার টাইফুন রাগাসার তাণ্ডবে তাইওয়ানে ১৪ জন নিহত, নিখোঁজ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম
ছবি : সংগৃহীত
দক্ষিণ চীন সাগরে সৃষ্ট সুপার টাইফুন রাগাসার ভয়াবহ আঘাতে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন জেলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত হয়েছেন আরও ১৮ জন এবং নিখোঁজ রয়েছেন ১২৪ জনের বেশি। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) হুয়ালিয়েন উপকূলে আছড়ে পড়ে এই বিধ্বংসী ঝড়, যা ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে।
জেলার প্রশাসনিক কর্মকর্তা লি কুয়ান-তিং এএফপিকে জানান, উদ্ধারকারী বাহিনী নিখোঁজদের সন্ধানে তৎপরতা চালিয়ে যাচ্ছে। প্রবল বর্ষণে হুয়ালিয়েনের একটি হ্রদের সীমানা ভেঙে শহরের বড় অংশ পানিতে তলিয়ে গেছে, অনেক জায়গায় পানি উঠে গেছে দোতলা সমান উচ্চতায়।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাগাসার প্রভাবে তাইওয়ান, হংকং, ফিলিপাইন ও চীনের গুয়াংডং প্রদেশে শুরু হয়েছে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণ। হংকংয়ে সোমবার থেকেই ১০ নম্বর সতর্কতা জারি ছিল। সেখানে একজন মা ও তার ৫ বছরের সন্তান জলোচ্ছ্বাসে ভেসে গেছেন। ঢেউয়ের উচ্চতা ছিল ১৩ ফুট পর্যন্ত।
ফিলিপাইন, চীন ও তাইওয়ানের আবহাওয়াবিদরা রাগাসাকে ক্যাটাগরি ৫ হারিকেনের সমতুল্য সুপার টাইফুন হিসেবে উল্লেখ করেছেন। সোমবার বিকেল ৩টায় ফিলিপাইনের বাতানিজ দ্বীপে আছড়ে পড়ার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। এই দ্বীপটি তাইওয়ানের উপকূল থেকে প্রায় ৭১০ কিলোমিটার দূরে।
রাগাসার প্রভাবে দক্ষিণ চীন সাগর উপকূলীয় অঞ্চলজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা হয়েছে, তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এখনও পুরোপুরি স্পষ্ট নয়।



