আফগানিস্তানকে ট্রাম্পের হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনরায় দখলে নিতে চায় যুক্তরাষ্ট্র, এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আফগানিস্তান ঘাঁটিটি ফেরত না দেয়, তাহলে “খারাপ কিছু” ঘটতে পারে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে লেখেন, “যদি আফগানিস্তান বাগরাম বিমানঘাঁটি যুক্তরাষ্ট্রকে না দেয়, যারা এটি তৈরি করেছে, তাহলে খারাপ কিছু ঘটবে।”
তিনি আরও বলেন, “আমরা এখন আফগানিস্তানের সঙ্গে কথা বলছি এবং ঘাঁটিটি দ্রুত ফেরত চাই। যদি না দেয়, তাহলে আমি কী করব, তা শিগগিরই জানতে পারবেন।”
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক হস্তক্ষেপের সময় বাগরাম ছিল প্রধান ঘাঁটি।
ঘাঁটিতে ফাস্টফুড চেইন, বড় শপিং স্টোর এবং একটি কারাগার কমপ্লেক্স ছিল।
২০২১ সালে যুক্তরাষ্ট্র সৈন্য প্রত্যাহার করলে তালেবান সরকার ক্ষমতা গ্রহণ করে এবং ঘাঁটিটি নিয়ন্ত্রণে নেয়।
বিশেষজ্ঞদের মতে, বাগরাম পুনর্দখল একটি পূর্ণমাত্রার সামরিক অভিযান হয়ে উঠতে পারে, যেখানে ১০ হাজারের বেশি সেনা ও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হবে। ঘাঁটিটি তালেবান, আইএস, আল কায়েদা এবং ইরান থেকে সম্ভাব্য মিসাইল হামলার ঝুঁকিতে থাকবে। ২০২৫ সালের জুনে কাতারে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার নজিরও রয়েছে।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প সরাসরি সেনা পাঠানোর বিষয়ে কিছু বলেননি, তবে ইঙ্গিত দিয়েছেন, “আমরা এখন কিছু বলছি না।”
এই পরিস্থিতি আফগানিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে, বিশেষ করে বাগরাম ঘাঁটি ঘিরে কৌশলগত ও নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষাপটে।



