Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৪, ১০:১২ পিএম

যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে রাশিয়া

যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে রাশিয়া

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ যুক্তরাষ্ট্রকে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন।

রাশিয়ার অনেক গভীরে ইউক্রেইনকে সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালাতে দিয়ে পশ্চিমা দেশগুলো আগুন নিয়ে খেলছে উল্লেখ করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না।

পশ্চিমারা ইউক্রেইন যুদ্ধের পরিসর বাড়ানোর চেষ্টা করছে এবং ইউক্রেইনের অনুরোধ মেনে তাদেরকে বিদেশিদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারে ছাড় দিয়ে নিজেদের জন্য সমস্যা ডেকে আনছে বলে ল্যাভরভ মন্তব্য করেন।

কুর্স্ক অঞ্চলে ইউক্রেইনের সেনারা গত ৬ অগাস্টে হঠাৎ করেই ঢুকে পড়ে। এরপর সাত দিনেই রাশিয়ার ভূখন্ডের ১ হাজার বর্গ কিলোমিটার এলাকা দখলে নেওয়ার দাবি করে ইউক্রেইন।

আর এখন ইউক্রেইন ১০০ রুশ বসতি এবং ১,২৯৪ বর্গকিলোমিটার এলাকা (৫০০ বর্গমাইল) দখল করে নেওয়ার দাবি করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ায় ঢুকে এটিই ইউক্রেইনের সেনাদের চালানো সবচেয়ে বড় হামলা। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেইনের এই হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন।

পশ্চিমাদের সমর্থনে ইউক্রেইন সীমান্ত অঞ্চলে ঢুকে যে হামলা শুরু করেছে, তা বিশ্বকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে এর আগে সতর্ক করেছিলেন রাশিয়ার পার্লামেন্টের এমপি মিখাইল শেরেমেত।

এবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও একই সুরে সতর্কবার্তা দিলেন। মঙ্গলবার মস্কোয় সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আরও একবার নিশ্চিত করে বলে দিচ্ছি যে, আগুন নিয়ে খেলা চলছে- আর তারা (পশ্চিমা বিশ্ব) ছোট বাচ্চাদের মতো দেশলাই নিয়ে খেলছে। একটি বা অন্য আরেকটি পশ্চিমা দেশে পারমাণবিক অস্ত্র হাতে থাকা বয়স্ক চাচা-চাচিদের জন্য এটি খুবই বিপজ্জনক।”

“আমেরিকানরা তৃতীয় বিশ্বযুদ্ধের কথা শুনলে অন্যকিছু চিন্তা না করেই ধরে নেয় যে, এমন কিছু হলে একান্তভাবে কেবল ইউরোপই আক্রান্ত হবে। কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ কেবল ইউরোপে সীমাবদ্ধ থাকবে না”, বলেন ল্যাভরভ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন