Logo
Logo
×

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জাকার্তায় পাঁচ দিনব্যাপী আন্তঃধর্মীয় সম্মেলন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পিএম

ইন্দোনেশিয়ার জাকার্তায় পাঁচ দিনব্যাপী আন্তঃধর্মীয় সম্মেলন

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় খ্রিষ্টান কনফারেন্স অব এশিয়ার উদ্যোগে ‘ফ্রিডম অব রিলিজিয়ন অ্যান্ড রিলিজিয়াস মাইনোরিটিজ ইন এশিয়া’ শীর্ষক পাঁচ দিনব্যাপী আন্তঃধর্মীয় সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শুরু হওয়া এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী ড. নাসিরউদ্দিন উমর।

সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, খ্রিষ্টান কমিউনিটির প্রতিনিধি জন সাগর কর্মকার, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক এবং যুক্তরাজ্য থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া। এছাড়াও এশিয়ার বিভিন্ন দেশের ধর্মীয় নেতারা সম্মেলনে বক্তব্য রাখেন। সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার (২০ সেপ্টেম্বর)।

ধর্মমন্ত্রী নাসিরউদ্দিন উমর বলেন, “ইন্দোনেশিয়ায় সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ”। তিনি এশিয়ার অন্যান্য দেশকেও একই পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ভিক্ষু সুনন্দপ্রিয় সহনশীলতা ও আন্তঃধর্মীয় সংলাপের গুরুত্ব তুলে ধরে বলেন, “বাংলাদেশের বৌদ্ধ সমাজ শান্তির অন্বেষণে এশিয়ার ধর্মীয় জনগোষ্ঠীর সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত”।

ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বলেন, “শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সরকার, সংসদ, নাগরিক সমাজ ও ধর্মীয় নেতাদের সমন্বিত ভূমিকা প্রয়োজন”।

অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর জন্য সংসদে পৃথক নির্বাচন ব্যবস্থার পুনঃপ্রবর্তনের দাবি জানান, যাতে উপযুক্ত প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

রেভারেন্ড জন সাগর কর্মকার এশিয়ার দেশগুলোর প্রতি ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, এবং বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ের উন্নয়নে তাদের অবদান তুলে ধরেন।

এই সম্মেলনটি ধর্মীয় স্বাধীনতা, সহনশীলতা এবং সংখ্যালঘু অধিকার রক্ষায় এশিয়ার দেশগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন