Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ইসরায়েলে ৭৫০০ জনের স্বাক্ষর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবিতে ইসরায়েলে ৭৫০০ জনের স্বাক্ষর

ছবি : সংগৃহীত

স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে স্বাক্ষর সংগ্রহে নেমেছে ইসরায়েলভিত্তিক অ্যাডভোকেসি সংস্থা ‘জাজিম’, যেখানে ইতোমধ্যে ৭ হাজার ৫০০-এর বেশি ইসরায়েলি নাগরিক সমর্থন জানিয়েছেন।

সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, বামপন্থি ইহুদি ও আরবদের নিয়ে গঠিত রাজনৈতিক সংগঠন জাজিম মূলত তৃণমূল পর্যায়ে মানবাধিকার ও ন্যায়ের পক্ষে কাজ করে। তাদের লক্ষ্য, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হতে যাওয়া জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে ১০ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে একটি পিটিশন সেখানে উপস্থাপন করা।

পিটিশনে বলা হয়েছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ইসরায়েলের জন্য শাস্তি নয়, বরং এই অঞ্চলের দুই জাতিগোষ্ঠীর জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার পথ। তারা সতর্ক করে দিয়েছে, স্বীকৃতি না দিলে ইসরায়েলের নিরাপত্তা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে, এবং কট্টরপন্থি নেতারা সহিংসতা ও বর্ণবাদ উসকে দিতে পারেন, যা ইসরায়েলকে গভীর সংকটে ফেলবে।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় হামাসের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে, যেখানে এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি আহত হয়েছেন।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের বারবার আহ্বান সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে নির্মূল এবং জিম্মিদের মুক্ত না করা পর্যন্ত অভিযান চলবে।

এই প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আরও জোরালো হয়ে উঠেছে, যা ইসরায়েলের অভ্যন্তরেও প্রতিধ্বনি তুলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন