Logo
Logo
×

আন্তর্জাতিক

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ নিহত, আহত আরও দুই

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৩ এএম

পেনসিলভানিয়ায় বন্দুকধারীর হামলায় তিন পুলিশ নিহত, আহত আরও দুই

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুকধারীর হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। পাল্টা গুলিতে হামলাকারীও মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহত কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া এক পারিবারিক বিরোধসংক্রান্ত তদন্তে ঘটনাস্থলে গিয়েছিলেন। এসময় হামলার মুখে পড়েন তারা। গুরুতর আহত দুই কর্মকর্তা বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক হলেও স্থিতিশীল।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার ক্রিস্টোফার প্যারিস সাংবাদিকদের জানান, ঘটনাস্থলকে এখনও সক্রিয় এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং সব ধরনের সরঞ্জাম কাজে লাগানো হচ্ছে। তিনি আরও জানান, ইয়র্ক কাউন্টি জেলা অ্যাটর্নি অফিসের সঙ্গে যৌথভাবে একটি বড় টিম গঠন করা হবে এবং এফবিআইয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

ঘটনাস্থল নর্থ কডোরাস টাউনশিপে পৌঁছে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। তিনি একে ইয়র্ক কাউন্টি ও পুরো পেনসিলভানিয়ার জন্য শোকাবহ ও বিধ্বংসী দিন বলে উল্লেখ করেন। টাউনশিপটি ফিলাডেলফিয়ার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

এ ঘটনায় একসঙ্গে পাঁচ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হলেন। এর আগে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় এক হাসপাতালে জিম্মি পরিস্থিতিতে গুলিবিনিময়ে একজন কর্মকর্তা নিহত হয়েছিলেন। সেদিনও বন্দুকধারী মারা যান।

গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের সড়কগুলো বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থানীয় একটি স্কুল ডিস্ট্রিক্ট শিক্ষার্থী ও কর্মীদের ভবনের ভেতরে অবস্থান করতে নির্দেশ দেয়। পরে বিকেলে সেই নির্দেশ প্রত্যাহার করা হয়।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি এ ধরনের পুলিশবিরোধী সহিংসতাকে সমাজের অভিশাপ হিসেবে আখ্যা দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন