Logo
Logo
×

আন্তর্জাতিক

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক না রাখার আহ্বান ইরানের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

কাতারে হামাস সদস্যদের ওপর ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে সোমবার একটি শীর্ষ সম্মেলনে যোগদানের আগে তিনি এ আহ্বান জানান। খবর এএফপি।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ‘ইসলামী দেশগুলো চাইলে ইসরায়েলের ভুয়া শাসনব্যবস্থার সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে পারে এবং যতটা সম্ভব ঐক্য ও সংহতি বজায় রাখতে পারে।’

তিনি আরও আশা প্রকাশ করেন, দোহায় অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়ে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন