কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০২ পিএম
বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পশ্চিম তীরের দখলীকৃত এলাকায় নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনার অগ্রগতি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি একটি চুক্তি স্বাক্ষর করেন, যা পশ্চিম তীরকে কার্যত দ্বিখণ্ডিত করে বসতি প্রকল্প বাস্তবায়নের পথ সুগম করবে।
এক অনুষ্ঠানে নেতানিয়াহু স্পষ্টভাবে বলেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। এই জমি আমাদের। তিনি আরও জানান, এই পরিকল্পনার আওতায় শহরের জনসংখ্যা দ্বিগুণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনায় ৩ হাজার ৪০০টি নতুন ইসরায়েলি বসতি নির্মাণের কথা রয়েছে। এতে দখলীকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীরের বড় একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে এবং অঞ্চলের হাজারো ইসরায়েলি বসতির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপিত হবে।
পূর্ব জেরুজালেম ফিলিস্তিনিদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ তারা এটিকে ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে বিবেচনা করে।
উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে দখলীকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের চোখে অবৈধ বলে বিবেচিত— এমনকি সেগুলো ইসরায়েলি অনুমোদিত হলেও।
সূত্র: আল-জাজিরা



