যুক্তরাজ্যের লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, গ্রেফতার ৪ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪ এএম
ছবি : যুক্তরাজ্যের লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এই বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন বলে জানিয়েছে আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে এবং এক বিক্ষোভকারীর মুখ থেকে রক্ত ঝরতে দেখা যায়।
ডিফেন্ড আওয়ার জুরিস এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে জানায়, “পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের মাটিতে ফেলে দেয়। ‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই, আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’ লেখা প্ল্যাকার্ড ধরায় অনেককে গ্রেফতার করা হয়”।
লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, এ ঘটনায় ৪২৫ জনেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা এবং নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থনের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ আরও জানায়, বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় তাদের কর্মকর্তারা ঘুষি, লাথি, থুতু, ইট-পাটকেল ছোড়াসহ অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় কিছু বিক্ষোভকারী ভিড়ের চাপে মাটিতে পড়ে যান।



