ছবি : সংগৃহীত
ভূমিকম্পে বিপর্যস্ত আফগানিস্তানে আবারও আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
এর আগে রোববার (৩১ আগস্ট) ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। নতুন ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির আশঙ্কা আরও বেড়েছে।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দ্বিতীয় ভূমিকম্পের পর আতঙ্ক ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পাহাড় ধসে পড়ায় দুর্গত এলাকায় পৌঁছানোর রাস্তা আরও সংকুচিত হয়ে গেছে।
বর্তমানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৪১১ জনে এবং আহত হয়েছেন ৩,১২৪ জন। ধ্বংস হয়েছে অন্তত ৫,৪০০টি বাড়িঘর।
রয়টার্সের এক সাংবাদিক জানান, প্রথম ভূমিকম্পে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত যেসব বাড়ি দাঁড়িয়ে ছিল, সেগুলো দ্বিতীয় ভূমিকম্পে সম্পূর্ণভাবে ধসে পড়েছে।
দুইদিন পার হয়ে যাওয়ায় ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকর্মীরা জীবন রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন।
এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে উঠেছে বলে জানিয়েছেন জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থার কর্মকর্তারা।



