Logo
Logo
×

আন্তর্জাতিক

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী জাহাজ ডুবে ১৪০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৬ এএম

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী জাহাজ ডুবে ১৪০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ছবি : সংগৃহীত

আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী একটি অভিবাসনপ্রত্যাশীদের জাহাজ ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৪০ জনেরও বেশি মানুষ। স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই জানিয়েছে, তিন দিন আগে গাম্বিয়া থেকে যাত্রা শুরু করা জাহাজটি মৌরিতানিয়ার উপকূলে এসে দুর্ঘটনার শিকার হয়।

জাহাজে থাকা প্রায় ১৬০ জন যাত্রীর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৭৫ থেকে ৮০ জন।

স্প্যানিশ এনজিও ওয়াকিং বর্ডারের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনাকে চলতি বছরের গ্রীষ্মের অন্যতম বড় মানবিক ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেছেন সংস্থার নির্বাহী হেলেনা মালেনো।

ক্যানারি দ্বীপপুঞ্জ আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুট। ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী এই দ্বীপপুঞ্জে পৌঁছেছেন, তবে বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭,৭৫০ জনেরও বেশি।

এই মর্মান্তিক ঘটনায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং অভিবাসন নিরাপত্তা ও মানবিক সহায়তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন