আফগানিস্তানে ভূমিকম্পে ২৫০ জনের বেশি নিহত, আহত ৫ শতাধিক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ এএম
ছবি : সংগৃহীত
আফগানিস্তানে মধ্যরাতে সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন ২৫০ জনের বেশি মানুষ, আহত হয়েছেন অন্তত ৫০০ জন। তালেবান সরকারের তথ্য মন্ত্রণালয় আনাদোলু এজেন্সিকে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রোববার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর আরও তিনটি পরাঘাত অনুভূত হয়, যার মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২ এর মধ্যে।
কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে। তবে দুর্গম পাহাড়ি অঞ্চল ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। ত্রাণকর্মীরা দুর্গত এলাকায় পৌঁছাতে চেষ্টা করছেন, যদিও ভূমিধসের কারণে সাওকি জেলার দেওয়া গুল এবং নূর গুল জেলার মাজার দারা যাওয়ার সড়ক বন্ধ হয়ে গেছে।
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, “ভূমিকম্পে আমাদের কয়েকটি পূর্বাঞ্চলীয় প্রদেশে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে।” তিনি জানান, স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছেন এবং কেন্দ্রীয় ও আশপাশের অঞ্চল থেকে দল পাঠানো হয়েছে।
তালেবান সরকারের একজন কর্মকর্তা দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা চালাতে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর সহায়তা, বিশেষ করে হেলিকপ্টার সরবরাহের আহ্বান জানিয়েছেন। কুনার প্রদেশের পুলিশ প্রধান বিবিসিকে বলেন, বন্যা ও ভূমিকম্পের ফলে সৃষ্ট ভূমিধসের কারণে সড়কপথে যাওয়া সম্ভব নয়, আপাতত আকাশপথই একমাত্র ভরসা।
এই দুর্যোগে আফগানিস্তানের পূর্বাঞ্চলে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এবং আন্তর্জাতিক সহায়তা এখন সময়ের দাবি।



