Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০২:২৭ পিএম

গাজায় ইসরাইলি হামলায় একদিনে ৭৭ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর লাগাতার হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৪৭ জনই গাজা সিটির বাসিন্দা এবং ১১ জন নিহত হয়েছেন রুটি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকার সময়।

রোববার (৩১ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, ইসরাইলের বোমাবর্ষণ ও জোরপূর্বক উচ্ছেদের মুখে গাজা নগরী ছেড়ে পালাচ্ছেন শত শত ফিলিস্তিনি। হাতে গোনা কিছু মালপত্র নিয়ে তারা ট্রাক, ভ্যান ও গাধার গাড়িতে করে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ছেন।

নুসেইরাত শরণার্থী শিবিরের পশ্চিমে দেইর আল-বালাহ এলাকায় বহু পরিবার খোলা আকাশের নিচে অস্থায়ী তাবু স্থাপন করেছে। এদের অনেকেই একাধিকবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (UNRWA) আশঙ্কা প্রকাশ করেছে, গাজা সিটিতে ইসরাইলি সেনাদের হামলা জোরদার হওয়ার পেছনে শহর দখল ও প্রায় ১০ লাখ মানুষকে বাস্তুচ্যুত করার পরিকল্পনা থাকতে পারে।

ইসরাইল গত শুক্রবার জানায়, তারা গাজা নগরী দখলের ‘প্রাথমিক ধাপ’ শুরু করেছে এবং এলাকাটিকে ‘যুদ্ধক্ষেত্র’ হিসেবে ঘোষণা করেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার একদিনেই গাজা জুড়ে ৭৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১১ জন নিহত হন রুটি সংগ্রহের লাইনে, আর ঘনবসতিপূর্ণ এলাকায় আবাসিক ভবনে হামলায় প্রাণ হারান আরও সাতজন। ধ্বংসস্তূপে উদ্ধারকাজ চালাচ্ছেন স্বেচ্ছাসেবকরা।

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, “গাজা নগরীতে হামলা আরও তীব্র হচ্ছে। ঘরবাড়ি, কমিউনিটি সেন্টার সব ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষ দুর্ভিক্ষ, অনাহার ও পানিশূন্যতার মধ্যে দিন কাটাচ্ছে। পুরো পরিস্থিতি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপ নিচ্ছে।”

এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলের কার্যকর হস্তক্ষেপ ও মানবিক সহায়তার দাবি জোরালোভাবে উঠছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন