ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আটজন এজেন্টকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান। তাদের বিরুদ্ধে সংবেদনশীল সামরিক স্থাপনার মানচিত্র এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের তথ্য ইসরায়েলে পাঠানোর চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে।
দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানানো হয়, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আটজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। গার্ডের বিবৃতিতে বলা হয়, অভিযুক্তরা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে মোসাদের কাছ থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে এবং উত্তর-পূর্ব ইরানে অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে লঞ্চার, বিস্ফোরক, বোমা ও বুবি ট্র্যাপ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
এর আগে জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংক্ষিপ্ত যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা, শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ধ্বংসের ঘটনা ঘটে। ইরানি নাগরিকদের বিশ্বাসঘাতকতার কারণে এসব হামলা সফল হয়েছে বলে ধারণা করা হয়। পরে বিপ্লবী গার্ডের অভিযানে শত শত মোসাদ সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
এই মাসের শুরুতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, যুদ্ধকালীন সময়ে ২১,০০০ সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যদিও তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান হলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়েছে।
সাম্প্রতিক সময়ে ইরান অন্তত আটজনকে মৃত্যুদণ্ড দিয়েছে, যার মধ্যে পারমাণবিক বিজ্ঞানী রুজবেহ ভাদি রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি ইসরায়েলকে তথ্য সরবরাহ করেছিলেন। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইরান রাজনৈতিক দমন-পীড়নের অংশ হিসেবে গুপ্তচরবৃত্তির অভিযোগে দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করছে, যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন।



