Logo
Logo
×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মধ্যেও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০৩:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের মধ্যেও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াচ্ছে ভারত

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে। তবে এসব চাপ উপেক্ষা করে ভারত আগামী সেপ্টেম্বরে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি আরও বাড়ানোর পরিকল্পনা করছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রুশ জ্বালানি তেলের সরবরাহ কমে যায়। সেই সুযোগে ভারত রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতায় পরিণত হয়, কারণ দেশটির পরিশোধনকারীরা সস্তায় অপরিশোধিত তেল কিনতে পারছে।

রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে কড়া সমালোচনার মুখে ফেলেছে ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর দ্বিগুণ শুল্ক আরোপ করেছে, যা গত ২৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

ভারত জানিয়েছে, তারা আলোচনার মাধ্যমে এই শুল্ক সমস্যার সমাধান চায়। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কূটনৈতিক সফরে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, ভারত রুশ তেল থেকে অতিরিক্ত মুনাফা করছে। অন্যদিকে ভারত বলছে, পশ্চিমা দেশগুলোও রাশিয়া থেকে বিপুল পরিমাণে পণ্য কিনছে, তাই তাদের সমালোচনা দ্বিমুখী নীতির পরিচায়ক।

তেল ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ভারতের পরিশোধনকারীরা সেপ্টেম্বরে রাশিয়া থেকে দৈনিক দেড় থেকে তিন লাখ ব্যারেল পর্যন্ত তেল আমদানি বাড়াতে পারে, যা ১০–২০ শতাংশ বৃদ্ধির সমান।

বর্তমানে ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় ৪০ শতাংশই পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত তেল থেকে। চীন ও তুরস্ক রুশ তেলের অন্য দুই শীর্ষ ক্রেতা হিসেবে রয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি রাজনীতির ভারসাম্য আরও জটিল হয়ে উঠছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন