ভারতের ছাড়া পানিতে পাকিস্তানে ভয়াবহ বন্যা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ০৯:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
ভারত সীমান্ত এলাকায় টানা ভারি বৃষ্টিপাতের ফলে পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে জনবহুল পাঞ্জাব প্রদেশজুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং জারি করা হয়েছে সতর্কতা।
চেনাব, রাভি ও শতদ্রু নদীর তীরবর্তী অঞ্চলে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও গবাদি পশুদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার মানুষ স্থানান্তরিত হয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) চেনাব নদীর কাদিরাবাদ বাঁধে পানির স্তর বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসন বাঁধের একটি প্রান্তে ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ ঘটিয়ে পানি প্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মাজহার হুসেন জানান, বাঁধের কাঠামো রক্ষায় ডান পাশের অংশটি ভেঙে ফেলা হয়েছে।
বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে শিখ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান কর্তারপুর মন্দির। গুরু নানকের মৃত্যুর স্থান হিসেবে পরিচিত এই মন্দির পানিতে তলিয়ে গেছে। সেখানে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধারে পাঁচটি নৌকা পাঠানো হয়েছে।
পাকিস্তান সরকার জানিয়েছে, ভারত উজানের বাঁধ থেকে পানি ছেড়েছে, যার ফলে পাকিস্তানে প্রবাহ আরও বেড়েছে। তবে পানি ছাড়ার আগে নয়াদিল্লি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগাম বার্তা দিয়েছিল বলে জানিয়েছে ইসলামাবাদ। ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
পাঞ্জাবের রাজধানী লাহোরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রাদেশিক দুর্যোগ প্রধান ইরফান আলী। তিনি জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে বন্যার ঢেউ লাহোর অতিক্রম করতে পারে।
জুনের শেষ দিক থেকে চলমান বন্যায় পাকিস্তানে এখন পর্যন্ত অন্তত ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।



