ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক কার্যকর শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম
ছবি : সংগৃহীত
ভারতের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। আজ থেকে দেশটির রপ্তানিপণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছে। এর ফলে মোট শুল্কের হার দাঁড়াবে ৫০ শতাংশে। ডোনাল্ড ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ কার্যকর করার মধ্য দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এ সংক্রান্ত নোটিশ জারি করেছে। ট্রাম্প প্রশাসনের দাবি, রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল কেনা মস্কোর ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ জোগাচ্ছে। এরই শাস্তি হিসেবে এ বাড়তি শুল্ক আরোপ করা হলো।
এর আগে ১ আগস্ট থেকে কার্যকর হওয়া ২৫ শতাংশ শুল্কের ওপর যুক্ত হলো নতুন এই ২৫ শতাংশ। ফলে ভারতের অর্থনীতি বড় ধরনের চাপে পড়তে পারে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের ওপর মারাত্মক প্রভাব পড়বে। বিশেষ করে বস্ত্র শিল্প, সামুদ্রিক খাদ্য, রত্ন-গয়না ও চামড়াশিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
অর্থনীতিবিদদের হিসাব অনুযায়ী, এই শুল্কের ফলে ভারতের জিডিপি প্রায় ০.৫ শতাংশ কমতে পারে এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।
তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, চাপের মুখেও ভারত আত্মনির্ভরশীলতা বজায় রেখে শক্তি বাড়াবে। গুজরাটে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আমাদের ওপর প্রবল চাপ আসবে, কিন্তু আমরা তা সহ্য করব।



