Logo
Logo
×

আন্তর্জাতিক

ব্যস্ততার কারণে এশিয়া সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম

ব্যস্ততার কারণে এশিয়া সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ইউক্রেন যুদ্ধ নিয়ে চলমান আন্তর্জাতিক আলোচনার ব্যস্ততার কারণে এশিয়ার পাঁচটি দেশে নির্ধারিত সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল মেলোনির। এ সফরে তিনি তার মেয়েকেও সঙ্গে আনতে চেয়েছিলেন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে তার বৈঠকের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে ছিল।

কূটনৈতিক সূত্র জানায়, মেলোনি এশিয়া সফর শুরু করার কথা ছিল বাংলাদেশ থেকে। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করার কর্মসূচি ছিল। তবে ন্যাটোভুক্ত দেশের শীর্ষ নেতা হিসেবে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি এ সফর আপাতত বাতিল করেছেন।

এদিকে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় এক প্রজ্ঞাপনে জানায়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক)-এর ক্ষমতাবলে ইতালির প্রধানমন্ত্রীকে ৩০ ও ৩১ আগস্টের বাংলাদেশ সফরকালে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন