রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান ম্যাক্রোঁর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০২:২১ পিএম
ছবি : সংগৃহীত
ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত না হলে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জোরদারের আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপীয় নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
ম্যাক্রোঁ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বাস করেন, আমরা একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে পারি এবং পুতিনও তা চান। তবে যদি এই প্রক্রিয়া ব্যর্থ হয়, তাহলে আমাদের নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তুতি থাকতে হবে।”
তিনি ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক দ্বিতীয় দফা নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে বলেন, “এর অনেক প্রভাব পড়েছে, যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে প্রাসঙ্গিক।”
গত শুক্রবার আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের তিন দিন পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। এরপর সপ্তাহান্তে ট্রাম্প প্রকাশ্যে ইউক্রেনকে কিছু অঞ্চল ছাড় দেওয়ার পরামর্শ দেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ বলেন, “না, এ নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা সে অবস্থান থেকে অনেক দূরে।”
তিনি আরও জানান, ট্রাম্প ও ইউরোপীয় নেতারা একমত হয়েছেন যে রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ চুক্তিতে ইউক্রেনের সেনাবাহিনীর আকারে কোনো বিধিনিষেধ থাকবে না। বৈঠকে অংশগ্রহণকারী নেতারা এমন একটি শক্তিশালী ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষে মত দিয়েছেন, যা যেকোনো আগ্রাসন প্রতিহত করতে সক্ষম।
ফরাসি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, রাশিয়া ও ইউক্রেন শিগগিরই আবারও যোগাযোগ শুরু করবে এবং আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কির অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে পারে।



