যুদ্ধ থামাতে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে প্রস্তুত জেলেনস্কি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৭ পিএম
ভলোদিমির জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, চলমান যুদ্ধের অবসান ঘটাতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি দেখা করতে প্রস্তুত। সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
প্রায় সাড়ে তিন বছর আগে মস্কোর হামলার পর এটি হবে জেলেনস্কি ও পুতিনের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। জেলেনস্কি বলেন, আমি দ্বিপাক্ষিক বৈঠকের জন্য প্রস্তুত— এবং এতে ইউরোপীয় নেতারাও আমাকে সমর্থন করেছেন।
তবে বৈঠকের আগে ট্রাম্প ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দেওয়া ও ন্যাটোতে যোগদানের পরিকল্পনা ত্যাগ করতে চাপ দেন, যা পুতিনের মূল দাবির সঙ্গে মিলে যায়। এ প্রসঙ্গে জেলেনস্কি জানান, তিনি ট্রাম্পকে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা তুলে ধরতে সক্ষম হয়েছেন।
আমাদের বৈঠকগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে ভালো। আমি যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে আমার আমেরিকান সহকর্মীদের— এমনকি মানচিত্রেও— পরিষ্কারভাবে দেখাতে পেরেছি, বলেন তিনি।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ পরে জানান, শান্তিচুক্তির আলোচনায় ইউক্রেনকে ছাড় দেওয়ার পরিবর্তে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টিই গুরুত্ব পেয়েছে। ট্রাম্পও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন ইউরোপীয় দেশ এ নিশ্চয়তা প্রদানে ভূমিকা রাখবে।
জেলেনস্কি যোগ করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট সংকেত দিতে হবে যে তারা ইউক্রেনের সহায়তা, সমন্বয় ও নিরাপত্তা গ্যারান্টিতে অংশ নেবে।



