ইউরোপের নিষেধাজ্ঞা ঠেকাতে চীন-রাশিয়ার সঙ্গে কাজ করছে ইরান
অনলাইন ডেস্ক :
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ পিএম
ছবি-সংগৃহীত
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পুনরায় নিষেধাজ্ঞার হুমকির প্রেক্ষিতে চীন ও রাশিয়ার সহযোগিতায় সমাধান খুঁজছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরান বর্তমানে চীন ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে ইউরোপীয় নিষেধাজ্ঞা পুনর্বহাল না হয়। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,“আমরা এই নিষেধাজ্ঞা ঠেকানোর চেষ্টা করব। এটি থামাতে চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করছি। যদি এতে কাজ না হয় এবং তারা (ইউরোপীয় দেশগুলো) নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এর প্রতিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজনীয় উপায় রয়েছে। আমরা সে ব্যাপারে যথাসময়ে আলোচনা করব।”
অন্যদিকে, ইউরোপের তিন শক্তিধর দেশ-ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি (ই-থ্রি) গত বুধবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে জানায় যে, আগস্টের শেষ নাগাদ কূটনৈতিক সমাধান না হলে তারা ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করবে।
উল্লেখ্য, এই তিন দেশই ২০১৫ সালের পরমাণু চুক্তির স্বাক্ষরকারী। ওই চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচিতে বিধিনিষেধ আরোপের বিনিময়ে তেহরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।



