ছবি-সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)প্রযুক্তি যুক্ত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে। শিশুদের অনুপযুক্ত কনটেন্ট থেকে দূরে রাখতে এই প্রযুক্তি চালু করছে তারা। এ উদ্যোগে এমন শিশুদের শনাক্ত করা হবে যারা প্রাপ্তবয়স্ক সেজে ভিডিও দেখার চেষ্টা করে।
গুগল-অধিকৃত এই প্ল্যাটফর্ম প্রথমে যুক্তরাষ্ট্রে প্রযুক্তিটি চালু করছে। ইউটিউবের ইয়ুথ প্রোডাক্ট ম্যানেজমেন্ট পরিচালক জেমস বেসার জানিয়েছেন, মেশিন লার্নিং–ভিত্তিক এ মডেল ব্যবহারকারীর দেখা ভিডিওর ধরণ, অ্যাকাউন্টের বয়সসহ নানা তথ্য বিশ্লেষণ করে বয়স অনুমান করবে।
তিনি বলেন, “এই প্রযুক্তি আমাদেরকে ব্যবহারকারীর জন্মতারিখ যাই হোক না কেন, তাদের বয়স অনুমান করে বয়স-উপযোগী কনটেন্ট ও সুরক্ষা দিতে সাহায্য করবে।”
আগে থেকেই ইউটিউবে বয়স অনুমানের প্রযুক্তি থাকলেও এআই-ভিত্তিক নতুন মডেল সেটিকে আরও উন্নত করবে। ইউটিউব জানিয়েছে, যদি কোনো ব্যবহারকারীকে নাবালক হিসেবে শনাক্ত করা হয়, তবে তাকে ক্রেডিট কার্ড, সেলফি বা সরকারি আইডি দিয়ে বয়স যাচাইয়ের সুযোগ দেওয়া হবে।



