Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ৪৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৩:২৪ পিএম

পাকিস্তানে ভারি বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ৪৩

ছবি : সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বাজাউর, লোয়ার দির এবং বাট্টাগ্রাম জেলায় বৃষ্টিপাতজনিত দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। জুনের শেষ থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাতের কারণে দেশজুড়ে বিশেষ করে খাইবার পাখতুনখোয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। এতে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, ২৬ জুন থেকে আকস্মিক বন্যা ও ভারি বৃষ্টিপাতে পাকিস্তানে এখন পর্যন্ত ১৪২ শিশুসহ ৩২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭৪৩ জন।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানান, বাজাউরের সালারজাই তহসিলের জাবররাই গ্রামে মেঘভাঙা বৃষ্টির ফলে আকস্মিক বন্যায় বহু মানুষ হতাহত হয়েছেন। উদ্ধারকারী দল স্থানীয়দের সহায়তায় এখন পর্যন্ত ১৬টি মরদেহ উদ্ধার করেছে এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, জরুরি চিকিৎসা সহায়তা দেয়ার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, চিকিৎসা ও ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাজাউর জেলার জরুরি কর্মকর্তা আমজাদ খানের তত্ত্বাবধানে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। জেলা প্রশাসক আমজাদ খান এবং স্টেশন হাউস অফিসার ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন