নরওয়ের অর্থমন্ত্রীকে ফোন করে সরাসরি নোবেল পুরস্কার ‘দাবি’ করেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৩:০০ পিএম
ছবি : সংগৃহীত
বাণিজ্য শুল্ক নিয়ে আলোচনার জন্য গত মাসে নরওয়ের অর্থমন্ত্রী জেন্স স্টলটেনবার্গকে ফোন করেছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনার একপর্যায়ে তিনি নোবেল শান্তি পুরস্কার নিয়েও প্রশ্ন তোলেন এবং সরাসরি পুরস্কার ‘দাবি’ করেন বলে দাবি করেছে নরওয়ের দৈনিক ‘দাগেনস নর্যিংস্লিভ’। বৃহস্পতিবার (১৪ আগস্ট) পত্রিকাটির প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, অসলোর রাস্তায় হাঁটার সময় হঠাৎ ট্রাম্পের ফোন পান অর্থমন্ত্রী স্টলটেনবার্গ। ফোনে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি জানান এবং শুল্ক সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
স্টলটেনবার্গ রয়টার্সকে জানান, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস স্টোয়েরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের আগে শুল্ক ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করতে এই ফোন হয়েছিল। তিনি আরও জানান, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারসহ হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা ওই ফোন কলে যুক্ত ছিলেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।
হোয়াইট হাউস ও নরওয়েজিয়ান নোবেল কমিটি রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
‘দাগেনস নর্যিংস্লিভ’ আরও জানিয়েছে, ন্যাটোর সাবেক মহাসচিব স্টলটেনবার্গের সঙ্গে আলাপে ট্রাম্প এবারই প্রথম নোবেল পুরস্কারের প্রসঙ্গ তোলেননি—এর আগেও তিনি একই দাবি তুলেছিলেন।
উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রতি বছর শত শত প্রার্থী মনোনীত হন। বিজয়ী নির্বাচন করে নরওয়েজিয়ান নোবেল কমিটি, যার পাঁচ সদস্যকে নিয়োগ দেয় নরওয়ের পার্লামেন্ট। ট্রাম্পের দাবি অনুযায়ী, ইসরাইল, পাকিস্তান, কম্বোডিয়াসহ কয়েকটি দেশে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করায় তিনি এই পুরস্কারের যোগ্য।
সূত্র: রয়টার্স



