Logo
Logo
×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০২:২০ পিএম

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদে সম্পৃক্ততার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা

ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন ৩১ বছর বয়সী মো. মামুন আলী ও ২৭ বছর বয়সী রেফাত বিশাত।

শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশিয়ার আদালতে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা বারনামা।

অভিযোগ অনুযায়ী, মামুন আলী ২০২৩ সালের ২৮ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে ‘সাহিফুল্লা ইসলাম’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়েছেন। এই অভিযোগ দণ্ডবিধির ১৩০জে(১)(এ) ধারায় আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

রেফাত বিশাতের বিরুদ্ধে অভিযোগ, গত ১০ জুলাই বিকাল ৪টা ৩০ মিনিটে লারকিন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের একটি বাড়িতে তার মোবাইল ফোনে আইএসের পতাকার ছবি রাখা ছিল। দণ্ডবিধির ১৩০জেবি(১)(এ) ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এবং সংশ্লিষ্ট সামগ্রী বাজেয়াপ্তের বিধান রয়েছে।

বিচারক দাতুক আহমাদ কামাল আরিফিন ইসমাইল দোভাষী নিয়োগের জন্য আগামী ১২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন। মামুন আলীর মামলায় রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর মারিয়াম জামিয়াহ আব মানাফ এবং রেফাত বিশাতের মামলায় নূর আইনিয়া রিদওয়ান। তবে অভিযুক্তদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন