Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:৫৫ পিএম

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ২৫ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

পাকিস্তানের গিলগিট-বালতিস্তান, আজাদ জম্মু ও কাশ্মীর এবং খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাত ও ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আকস্মিক বন্যায় তিন শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

জিও নিউজের তথ্য অনুযায়ী, ঘিজার, ডায়ামার, বাবুসর, কোহিস্তানসহ একাধিক এলাকায় ঘরবাড়ি, বিদ্যালয়, কৃষিজমি ও সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। করাকোরাম মহাসড়কের একটি সেতু ধ্বংস হয়ে যাওয়ায় জিবি ও দেশের অন্যান্য অংশের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

জিবি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে। মুখপাত্র ফায়জুল্লাহ ফারাক জানান, সরকার সব সম্পদ কাজে লাগাচ্ছে ক্ষতিগ্রস্তদের সহায়তায়।

আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে মেঘভাঙা বৃষ্টিতে একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। নদীর পানি উপচে পড়ায় বাগ, সামাহনি, নীলম ও ঝেলাম ভ্যালিতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন এজেকে প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক।

পর্যটনকেন্দ্র রাত্তি গালিতে ৭০০–এর বেশি পর্যটক আটকা পড়েছেন, যাদের মধ্যে ৩০০–এর বেশি নারী ও শিশু। নিরাপত্তার স্বার্থে ১৫ ও ১৬ আগস্ট এজেকের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন