বাইডেনের ছেলের বিরুদ্ধে ১০০ কোটি ডলারের মামলার হুমকি মেলানিয়া ট্রাম্পের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ০৯:৫৬ এএম
ছবি- সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা করার হুমকি দিয়েছেন দেশটির সাবেক ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। যৌন অপরাধে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে দেওয়া এক মন্তব্যকে কেন্দ্র করে এই আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হান্টার বাইডেন সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন, “জেফরি এপস্টেইনই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন।” এই বক্তব্যকে ভিত্তিহীন ও মানহানিকর বলে উল্লেখ করে মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা হান্টার বাইডেনের আইনজীবীদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে বলা হয়েছে, যদি তিনি প্রকাশ্যে ক্ষমা না চান এবং মন্তব্য প্রত্যাহার না করেন, তাহলে ১ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হবে।
উল্লেখ্য, হান্টার বাইডেন এপস্টেইনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের অতীত সম্পর্ক নিয়ে সমালোচনা করেন এই মাসের শুরুতে। যদিও জানা যায়, ২০০০ সালের গোড়ার দিকে ট্রাম্প ও এপস্টেইনের বন্ধুত্বে ফাটল ধরে। পরে ২০০৫ সালে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হন।



