Logo
Logo
×

আন্তর্জাতিক

বিষাক্ত মদপানে ১০ বাংলাদেশের মৃত্যু কুয়েতে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:০৪ পিএম

বিষাক্ত মদপানে ১০ বাংলাদেশের মৃত্যু কুয়েতে

কুয়েতে বিষাক্ত মদ্যপানের কারণে অন্তত ১০ প্রবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত আরও কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার কুয়েতের স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস অনলাইনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে বিষাক্ত মদ্যপানের কারণে প্রাণহানির ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল-আহমাদি গভর্নরেটের জলিব আল শুয়ুখ ব্লক ৪ থেকে প্রবাসীরা মদ কিনেছিলেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের প্রাণহানির ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‌‌‘আল-আহমাদি গভর্নরেটে যারা মারা গেছেন, তারা সবাই প্রবাসী। ওই অঞ্চলে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।’

এদিকে, মারা যাওয়া ১০ প্রবাসীর মধ্যে ১ বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোনায়েম মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলারবিজয়নগর উপজেলার বাসিন্দা। তিনি কুয়েতের ন্যাশনাল কোম্পানির শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন