Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলের হামলায় গাজায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০২:২২ পিএম

ইসরায়েলের হামলায় গাজায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত

ছবি-সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। রোববার গাজা সিটিতে তাদের সাংবাদিকদের তাবুতে বাহিনীর হামলায় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ সংস্থাটি

নিহতরা হলেন সংবাদদাতা আনাস আল-শরিফ ও মোহাম্মেদ কুরেইকেহ, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মেদ নৌফাল এবং মোয়ামেন আলিয়া। হামলার সময় তারা হাসপাতালের মূল গেটের কাছে সাংবাদিকদের জন্য তৈরি করা একটি তাঁবুতে অবস্থান করছিলেন।

আল জাজিরার বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ডটি ছিল প্রেস ফ্রিডমের ওপর আরেকটি স্পষ্ট ও পূর্বপরিকল্পিত হামলা।

এ হামলার কিছুক্ষণ আগেই এক্সে (সাবেক টুইটার) শরীফ লিখেছিলেন, গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র ও লক্ষ্যকেন্দ্রিক বোমাবর্ষণ শুরু করেছে ইসরায়েল। এ ধরণের বোমাবর্ষণ ‘ফায়ার বেল্ট’ নামে পরিচিত।

হামলার কিছুক্ষণ পরই ইসরায়েলি বাহিনী জানিয়েছে, আনাস আল-শরিফ হামাসের সন্ত্রাসী সেলের প্রধান হিসেবে কাজ করছিলেন।

গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থাগুলো জানিয়েছে, গাজায় ২২ মাস ধরে চলা যুদ্ধে সাংবাদিকদের ওপর সবশেষ হামলা হয় রোববার। এই সময়জুড়ে সেখানে প্রায় ২০০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন