Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরায়েলে গাজা দখলের বিরুদ্ধে নজিরবিহীন গণবিক্ষোভ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৭:২৪ পিএম

ইসরায়েলে গাজা দখলের বিরুদ্ধে নজিরবিহীন গণবিক্ষোভ

ছবি : সংগৃহীত

গাজা দখলের পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে নজিরবিহীন গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। এদিনের বিক্ষোভকে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ মিছিল ও সমাবেশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বিক্ষোভকারীরা ইসরায়েলি সেনাদের গাজা অভিযানে অংশ না নেওয়ার আহ্বান জানান। জিম্মি পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ফ্যামিলিজ ফোরাম’ তেল আবিব, জেরুজালেম, শায়ার হানেগেভ জংশন, কিরিয়াত গাটসহ আরও কয়েক ডজন স্থানে সমাবেশ করে। এসব সমাবেশে নিখোঁজ ও বন্দি স্বজনদের মুক্তির দাবিতে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।

রোববার (১০ আগস্ট) ‘টাইমস অব ইসরায়েল’ এক প্রতিবেদনে জানায়, শনিবারের সমাবেশের আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্যামিলিজ ফোরাম নেতানিয়াহু সরকারকে দ্রুত একটি জিম্মি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানায়। তারা সতর্ক করে বলেন, যুদ্ধ চলতে থাকলে গাজায় বন্দি স্বজনদের জীবিত ফিরে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে।

বিশ্লেষকদের মতে, গাজা দখলের পদক্ষেপ ইসরায়েলি বন্দিদের ঝুঁকিতে ফেলবে এবং অভিযানে অংশ নেওয়া সেনাদের নিরাপদে ফিরিয়ে আনা কঠিন হয়ে উঠবে। পাশাপাশি, এই সিদ্ধান্ত গাজায় চলমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলবে।

উল্লেখ্য, ইসরায়েলি সামরিক বাহিনীর আপত্তি সত্ত্বেও মন্ত্রিসভা সম্প্রতি ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহর গাজা দখলের সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই দেশজুড়ে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন