Logo
Logo
×

আন্তর্জাতিক

গাজা দখল পরিকল্পনায় ইসরায়েলকে তীব্র সমালোচনা, এরদোয়ান বললেন ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৫:৪৬ পিএম

গাজা দখল পরিকল্পনায় ইসরায়েলকে তীব্র সমালোচনা, এরদোয়ান বললেন ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’

ছবি : সংগৃহীত

গাজায় পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান। শনিবার (৯ আগস্ট) ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনালাপে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্যমতে, দুই নেতা গাজার চলমান সংকট ও ইসরায়েলি আগ্রাসন নিয়ে আলোচনা করেন। এরদোয়ান বলেন, ফিলিস্তিনের পাশে থাকার প্রতিশ্রুতি অব্যাহত রাখবে তুরস্ক। তিনি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার সম্ভাব্য ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির মন্তব্যকে ‘গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেন এবং জানান, পশ্চিমা বিশ্বে ইসরায়েলবিরোধী সমালোচনা বাড়ছে। শান্তি প্রতিষ্ঠায় আঙ্কারা তার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিন সন্ধ্যায় ইস্তানবুলে হাজারো মানুষ গাজায় ইসরায়েলের হামলা ও অবরোধের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। ‘প্যালেস্টাইনের জন্য সহায়তা প্ল্যাটফর্ম’ নামে ১৫টি সংগঠনের আয়োজনে ‘বি হোপ ফর গাজা’ শীর্ষক এই বিক্ষোভ মিছিল বায়জিদ স্কয়ার থেকে শুরু হয়ে হাজিয়া সোফিয়া মসজিদের দিকে অগ্রসর হয়।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ‘খুনি ইসরায়েল, ফিলিস্তিন ছাড়ো’ স্লোগান দেন, ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ব্যানারে গাজার দুর্ভিক্ষের জন্য ইসরায়েলকে দায়ী করে জবাবদিহিতা দাবি করেন।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১৮ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নতুন হামলায় অন্তত ৯,৮৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪০,৮০৯ জন আহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১,৩৬৯ এবং আহতের সংখ্যা ১,৫২,৮৫০।

এ ছাড়া অপুষ্টি ও অনাহারে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। অক্টোবর ২০২৩ থেকে এ ধরনের কারণে মোট মৃত্যুর সংখ্যা ২১২ জন, যার মধ্যে ৯৮ জন শিশু।

শুক্রবার ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেয়। আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন, মানবিক সংকট বৃদ্ধির আশঙ্কা এবং যুদ্ধবিরতির প্রচেষ্টায় বাধা হিসেবে দেখছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন