ছবি : সংগৃহীত
রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টা ৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৩ মিনিট) রিখটার স্কেলে ৬ মাত্রার কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে কয়েকদিন আগেই রাশিয়ার কামচাটকা অঞ্চলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পনের পরপরই জেগে ওঠে একাধিক আগ্নেয়গিরি, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।



