Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে তাদের পানিতে অবতরণের কথা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৫, ০৬:৩৩ পিএম

প্রশান্ত মহাসাগরে তাদের পানিতে অবতরণের কথা

ছবি-সংগৃহীত

শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে যাত্রা শুরু করেন তারা। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে তাদের পানিতে অবতরণের কথা রয়েছে।

দীর্ঘ ১৪৬ দিন মহাকাশে ভেসে কেটেছে নাসার নভোযাত্রীদের। এতদিন মহাকাশযানের জানালা দিয়ে অসংখ্যবার পৃথিবীকে ঘুরতে দেখেছেন তারা। এবার সেই নীল গ্রহে ফিরে আসার অপেক্ষা শেষ হয়েছে। অবশেষে ঘরে ফিরছেন নাসার চার নভোচারী। এ যেন দীর্ঘ অপেক্ষা শেষে বাড়ি ফেরার আনন্দ!

শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে স্পেসএক্সের ড্রাগন ক্যাপসুলে যাত্রা শুরু করেন তারা। স্থানীয় সময় শনিবার (৯ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রশান্ত মহাসাগরে তাদের পানিতে অবতরণের কথা রয়েছে।

শুক্রবার বিকালে ড্রাগন ক্যাপসুলে ওঠেন নভোচারী নিকোল আইয়ার্স ও অ্যান ম্যাকক্লেইন। তাদের সঙ্গে ছিলেন জাপানি নভোচারী তাকুয়া ওনিশি ও কিরিল পেস্কভ। ১৭ ঘণ্টা ৩০ মিনিটের যাত্রা শেষে ক্যালিফোর্নিয়ার উপকূলে তাদের অবতরণের সময় ঠিক করা হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ৩৩ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯টা ৩৩ মিনিটে) অবতরণ করবেন তারা।

নভোচারী দলটির যাত্রা শুরু হয়েছিল গত ১৪ মার্চ। ক্রু-১০ দল মূলত ক্রু-৯ দলের স্থলাভিষিক্ত হয়ে আইএসএস এ গিয়েছিল। ক্রু-৯ দলে ছিলেন বুচ উইলমোর ও সুনি উইলিয়ামস। তারা বোয়িংয়ের স্টারলাইনার ক্যাপসুলে মহাকাশ স্টেশনে পৌঁছেছিলেনস্টারলাইনার মিশন শেষ হওয়ার পাঁচ মাস পরই এই সপ্তাহে অবসর নেন উইলমোরউল্লেখ্য, ২৫ বছরের কর্মজীবনে তিনি ৪৬৪ দিন মহাকাশে কাটিয়েছেন

নাসার মতে, ক্রু-১০ দল ফিরছে গুরুত্বপূর্ণ সব গবেষণার ভান্ডার নিয়ে। ১৪৬ দিনের মিশনে তারা ২০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। এসব গবেষণা পৃথিবীতে নানা বৈজ্ঞানিক উন্নয়নে কাজে লাগবে। সূত্র : অনলাইন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন