Logo
Logo
×

আন্তর্জাতিক

আজ থেকে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ১০:৩৩ পিএম

আজ থেকে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করল মালয়েশিয়া

ছবি-সংগৃহীত

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে অভিবাসী কর্মীদের চলাচল আরো ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমিয়ে আনা যাবে।

বাংলাদেশী কর্মীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া। গত ১৫ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস বাংলাদেশি কর্মীদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিল, যা আজ শুক্রবার (৭ আগস্ট) কার্যকর হচ্ছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে দেশে ও দেশের বাইরে অভিবাসী কর্মীদের চলাচল আরো ভালোভাবে ব্যবস্থাপনা করা সম্ভব হবে এবং ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমিয়ে আনা যাবে।

মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক প্রবেশপথে বৈধ পাসপোর্টধারীদের জন্য ইমিগ্রেশন বিভাগের মাধ্যমে এই মাল্টিপল-এন্ট্রি ভিসা সুবিধা সমন্বয় করা হবে। বাংলাদেশী কর্মীরা যারা এরই মধ্যে মালয়েশিয়ায় রয়েছেন এবং তাদের কাছে অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেএস) ও সিঙ্গল-এন্ট্রি ভিসা রয়েছে, তাদের আলাদাভাবে মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে হবে না।

আরো বলা হয়েছে, অস্থায়ী কাজের ভিজিট পাস হোল্ডারদের জন্য পরবর্তী বছরের নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে মাল্টিপল-এন্ট্রি ভিসার প্রদান করা হবে। এছাড়াও, এই পদক্ষেপের ফলে বিদেশে অবস্থিত মালয়েশিয়ান মিশনগুলোয় নতুন ভিসা আবেদনের চাপ কমবে বলে মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে।

এই ব্যবস্থা বাংলাদেশী কর্মীদের জন্য যেমন সুবিধাজনক হবে, তেমনি মালয়েশিয়ার ইমিগ্রেশন ব্যবস্থাপনাকে আরো কার্যকর ও নিরাপদ করবে বলে প্রত্যাশা করা দেশটি।

উল্লেখ্য, মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নিয়োগ করে, কিন্তু শুধুমাত্র বাংলাদেশী কর্মীদের ক্ষেত্রে মাল্টিপল এন্ট্রি ভিসার পরিবর্তে সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করত। এর ফলে বাংলাদেশী কর্মীরা ব্যাপক ভোগান্তির সম্মুখীন হতো। মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে স্বস্তি পাবেন দেশটিতে থাকা প্রবাসীরা। সূত্র : বণিক বার্তা

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন