Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদিতে ১৮০ মৃত্যুদণ্ড কার্যকর ৬ মাসে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম

সৌদিতে ১৮০ মৃত্যুদণ্ড কার্যকর ৬ মাসে

ছবি-সংগৃহীত

সৌদি আরবে গত ছয় মাসে ১৮০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।যদিও যুবরাজ মোহাম্মদ বিন সালমান অতীতে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শুধুমাত্র হত্যার ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রয়োগ করা হবে, কিন্তু সেই প্রতিফলন দেখা যাচ্ছে না। মাদক সংক্রান্ত অপরাধের জন্যও মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে দেশটিতে।

সম্প্রতি একদিনে ৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন সোমালি ও তিনজন ইথিওপিয়ান ছিলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিলতারা হাশিশ চোরাচালান করেছিলেন। অর্থাৎ, প্রাণহানির সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন অপরাধের জন্যই এই কঠোর সাজা কার্যকর করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি নাগরিকদের ওপর এই শাস্তি প্রয়োগ করা হচ্ছে। সৌদি আইনের বিচারকদের শাস্তি নির্ধারণে ব্যাপক স্বাধীনতা রয়েছে, যার ফলে এই মৃত্যুদণ্ডের প্রবণতা বাড়ছে।

মানবাধিকার সংস্থাগুলো এই নতুন মৃত্যুদণ্ডের সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, সৌদি আরবের এই আচরণ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক এবং দ্রুতই এর বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়তে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন