Logo
Logo
×

আন্তর্জাতিক

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস ও হড়কা বান, নিখোঁজ অন্তত ৫০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস ও হড়কা বান, নিখোঁজ অন্তত ৫০

ছবি : সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে ভয়াবহ ক্লাউডবার্স্টের ফলে সৃষ্ট হড়কা বান ও ভূমিধসে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাজ্যের খীর গঙ্গা নদীর জলাধার এলাকায় এই দুর্যোগ ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাহাড় থেকে নেমে আসা প্রবল পানির স্রোত উত্তরকাশীর থারালি গ্রামে প্রবেশ করে বহু বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওতে আতঙ্কিত মানুষের চিৎকার ও ধ্বংসযজ্ঞের দৃশ্য স্পষ্ট।

উত্তরকাশী পুলিশ ঘটনার পরপরই স্থানীয়দের নদী থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে এবং ধ্বংসের কিছু ছবি প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্সে দেওয়া পোস্টে বলেন, “উত্তরকাশীর ধারালি এলাকায় মেঘভাঙা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটি অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। উদ্ধারকাজে এসডিআরএফ, এনডিআরএফ, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।”

তিনি আরও জানান, তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সকলের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন বলেও জানান তিনি।

বর্তমানে রাজ্যজুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। হরিদ্বারে গঙ্গাসহ বিভিন্ন নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। সোমবার বৃষ্টিজনিত দুর্ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।

ভারতীয় আবহাওয়া দপ্তর (আইএমডি) উত্তরাখণ্ডে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। পাশাপাশি পুরো সপ্তাহজুড়ে ‘ইয়েলো অ্যালার্ট’ও বহাল রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন