স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা মানবে না রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৩:১৩ পিএম
রাশিয়া জানিয়েছে, তারা আর স্বল্প ও মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর থাকা একতরফা নিষেধাজ্ঞা মানবে না। সোমবার (৪ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইউরোপ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েনের বাস্তব সম্ভাবনা তৈরি হওয়ায় মস্কো তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করতে বাধ্য হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এই শ্রেণির অস্ত্রের ওপর একতরফা নিষেধাজ্ঞা বজায় রাখার আর কোনো যৌক্তিকতা নেই। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর উসকানিমূলক পদক্ষেপের জবাবে রাশিয়াকে হয়তো নিষেধাজ্ঞা তুলে নিতে হতে পারে।
ডিসেম্বরে লাভরভ রিয়া নভোস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও চীন রাশিয়ার সতর্কতা উপেক্ষা করে বিভিন্ন অঞ্চলে এই শ্রেণির অস্ত্র মোতায়েন করছে, ফলে একতরফা নিষেধাজ্ঞা আর টেকসই নয়।
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভও এই সিদ্ধান্তকে ন্যাটোর রাশিয়াবিরোধী নীতির প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, “এটি একটি নতুন বাস্তবতা, আরও পদক্ষেপ আসছে।”
উল্লেখ্য, ১৯৮৭ সালে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ও মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের মধ্যে স্বাক্ষরিত আইএনএফ চুক্তির মাধ্যমে ৫০০ থেকে ৫,৫০০ কিলোমিটার পাল্লার ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২০১৯ সালে ট্রাম্প প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়।



