ছবি : সংগৃহীত
ভারতের ঐতিহাসিক লাল কেল্লায় নিয়ম বহির্ভূতভাবে প্রবেশের চেষ্টা করায় পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নয়াদিল্লি পুলিশ। সোমবার (৪ আগস্ট) সকালে ‘অ্যাক্সেস কন্ট্রোল পয়েন্ট’ থেকে তাদের আটক করা হয়। দিল্লি পুলিশের উপ কমিশনার রাজা ভাটিয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং তারা সবাই দিল্লিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে লাল কেল্লায় প্রবেশের জন্য প্রয়োজনীয় কোনো বৈধ নথি পাওয়া যায়নি। এমনকি ভারতে বসবাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও তারা দেখাতে পারেননি। তারা দাবি করেছেন, লাল কেল্লা যে ১৫ জুলাই থেকে সাধারণের জন্য বন্ধ থাকে, সে তথ্য তারা জানতেন না।
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর ১৫ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত লাল কেল্লায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ থাকে। এই সময়টিতে নিরাপত্তা ব্যবস্থা থাকে সর্বোচ্চ সতর্কতায়। তাই এই ঘটনায় নানা গুঞ্জন ছড়ালেও দিল্লি পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পরিচয়পত্র ছাড়া কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি।
রাজা ভাটিয়া বলেন, “তাদের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদ চলছে। এখন পর্যন্ত কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।”



