গাজায় ১০ লাখ নারী ও শিশুর অনাহার, মানবিক সংকট চরমে: জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১১:২৮ এএম
ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও ভয়াবহ রূপ নিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, সেখানে ১০ লাখ নারী ও কন্যাশিশু অনাহারে দিন কাটাচ্ছেন, যা একেবারেই অগ্রহণযোগ্য পরিস্থিতি।
সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই সংকটের অবসান হওয়া জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জাতিসংঘ জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়া, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং বন্দিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।
ইসরায়েল গত রোববার বিমান হামলায় আংশিক বিরতি ঘোষণা করে, যাতে আরও মানবিক সহায়তা প্রবেশ করতে পারে। তবে বিভিন্ন মানবিক সংস্থা জানিয়েছে, এই সহায়তা অত্যন্ত অপর্যাপ্ত এবং খাদ্য সরবরাহ না বাড়লে অনাহারে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে।
বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে, গাজার কিছু অংশে দুর্ভিক্ষের সীমা অতিক্রম করেছে, বিশেষ করে গাজা শহরে। সংস্থাটি এই পরিস্থিতিকে ‘সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট’ হিসেবে অভিহিত করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসেই ৬৩টি অপুষ্টিজনিত মৃত্যু হয়েছে, যার মধ্যে ২৪ জন শিশু এবং ৩৮ জন প্রাপ্তবয়স্ক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৭৫ জনে পৌঁছেছে, যার মধ্যে ৯৩ জন শিশু।
মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করার অভিযোগ এনে আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে।



